Passenger train service resumed Live: লোকালের পর এবার আজ থেকে জেলায় জেলায় চালু হল প্যাসেঞ্জার ট্রেন, জেনে নিন সমস্ত আপডেট

Continues below advertisement
শহরতলির লোকালের পর এবার আজ থেকে জেলায় জেলায় চালু হল প্যাসেঞ্জার ট্রেন।  ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। সিদ্ধান্ত পূর্ব রেলের। দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। এই পরিস্থিতিতে আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা। সেই চিঠির প্রেক্ষিতে পূর্ব রেল জানিয়েছে বুধবার থেকে ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে। রেলের তরফে যাত্রীদের কাছে করোনার সব প্রোটোকল মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram