পুরভোটের আগে জেলায় জেলায় রাজনৈতিক অশান্তি
Continues below advertisement
কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষ। কোথাও শাসক-দ্বন্দ্বে ঝরল রক্ত। কোথাও তৃণমূলেরই গোষ্ঠীকোন্দলে অপহরণের চেষ্টার অভিযোগ।
কোথাও আবার পুলিশ-বিজেপির ধস্তাধস্তি। জেলায় জেলায় রাজনৈতিক অশান্তি।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ের চার তৃণমূলকর্মীর পরিবারের অভিযোগ, মাছের ভেড়ি করতে চাষের জমি জোর করে দখলের চেষ্টা করে বিজেপি কর্মীরা। বাধা দিলে মারধরে আহত হন ৪ জন। আহত তৃণমূলকর্মীর আত্মীয় শেফালি ঘোড়াই জানিয়েছেন, ‘আমার জমির ওপর দিয়ে ভেড়ি তৈরি করতে চাইছে। বধা দেওয়ায় মারধর করেছে। রড, বাঁশ দিয়ে হামলা চালিয়েছে। নতুন বিজেপিরা করেছে।’ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে আবার টেন্ডার প্রক্রিয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। আহত হন ১২ জন তৃণমূল কর্মী। কারও ভাঙল হাত। গুরুতর আহত অবস্থায় ৫ জন ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজে।
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষের দুই নাবালক ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে সামশেরগঞ্জ থানায় বিক্ষোভও দেখান তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে বিজেপির মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচি। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। পরে পরিস্থতি স্বাভাবিক হয়।
কোথাও আবার পুলিশ-বিজেপির ধস্তাধস্তি। জেলায় জেলায় রাজনৈতিক অশান্তি।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ের চার তৃণমূলকর্মীর পরিবারের অভিযোগ, মাছের ভেড়ি করতে চাষের জমি জোর করে দখলের চেষ্টা করে বিজেপি কর্মীরা। বাধা দিলে মারধরে আহত হন ৪ জন। আহত তৃণমূলকর্মীর আত্মীয় শেফালি ঘোড়াই জানিয়েছেন, ‘আমার জমির ওপর দিয়ে ভেড়ি তৈরি করতে চাইছে। বধা দেওয়ায় মারধর করেছে। রড, বাঁশ দিয়ে হামলা চালিয়েছে। নতুন বিজেপিরা করেছে।’ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে আবার টেন্ডার প্রক্রিয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। আহত হন ১২ জন তৃণমূল কর্মী। কারও ভাঙল হাত। গুরুতর আহত অবস্থায় ৫ জন ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজে।
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষের দুই নাবালক ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে সামশেরগঞ্জ থানায় বিক্ষোভও দেখান তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে বিজেপির মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচি। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। পরে পরিস্থতি স্বাভাবিক হয়।
Continues below advertisement