Mukul Roy Oath: 'আজ নয়, যেদিন বলার সবাইকে ডেকে বলব', শপথ নিয়েই জল্পনা উস্কে দিলেন মুকুল

Continues below advertisement

ভোটে হেরে বিধানসভায় ফিরতে পারেননি ছেলে। এই সন্ধিক্ষণে প্রথমবার বিধায়ক হিসেবে বিধানসভায় পা রাখলেন বাবা। শপথবাক্য পাঠ করলেন। প্রাক্তন সহকর্মী, বর্তমানে প্রতিপক্ষ তৃণমূলের সুব্রত বক্সির (Subrata Bakshi) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। তারপর কার্যত নিঃশব্দে বেরিয়ে গেলেন বিধানসভা থেকে। তবে না বললেও যেটুকু বললেন, তা উস্কে দিয়েছে নতুন সমীকরণের জল্পনা। মুকুল রায় (Mukul Roy) বললেন, "আজ একটি শব্দও বলব না, যেদিন বলার সেদিন সবাইকে ডেকে বলব।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram