সিএএ বিরোধিতায় কালো ছাতা নিয়ে মিছিল তৃণমূলের, পাল্টা সই সংগ্রহ বিজেপির

Continues below advertisement
কোথাও সমর্থন, কোথাও বিরোধিতা। সিএএ ইস্যুতে বুধবার কলকাতায় দেখা গেল দুই ছবি। সিএএ-র বিরোধিতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্না মঞ্চের সামনে থেকে কালো ছাতা নিয়ে মিছিল তৃণমূলের। পাল্টা সিএএ-র সমর্থনে বড়বাজার-পোস্তা এলাকায় পোস্ট কার্ডে সই সংগ্রহ অভিযান বিজেপির। সিএএ-র বিরোধিতায় আইনি লড়াই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, তৃণমূলের আন্দোলন করে কোনও লাভ হবে না। কোর্টও নির্দেশ দিয়ে দিল আজ। এটা থাকছে। বিরোধীরা কিছুই করতে পারবে না। পাল্টা নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন, বিজেপি মিথ্যে বলছে। সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণের কথা বলেছে। ওদের নির্দেশ দিয়েছে জবাব দেওয়ার জন্য। আমাদের আন্দোলন চলবে।
এদিকে, শাহিনবাগ, পার্ক সার্কাসের পর এবার সিএএ ও এনআরসি প্রত্যাহারের দাবিতে কলকাতা পুরসভার সামনে অবস্থান-আন্দোলন শুরু হল। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান। মঙ্গলবার সারারাত খোলা আকাশের নীচে বসে ছিলেন আন্দোলনকারীরা। এদিকে সিএএ-র প্রতিবাদে বুধবার ফের সরব হন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিজেপির বক্তব্য, সিএএ-র সমর্থনে বিভিন্ন জায়গায় পোস্ট কার্ডে সই সংগ্রহ করে, সেগুলি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে তারা। পাল্টা বিরোধীদের দাবি, এটাও বিজেপির মিসড কল দিয়ে সদস্য সংগ্রহের মতো আরেকটা কেলেঙ্কারি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram