Rathyatra 2021: রথযাত্রার দিনই কাঠামোপুজো শহরের বনেদি বাড়িগুলিতে

Continues below advertisement

বাংলার রথযাত্রার (Rathyatra) ইতিহাস বহুদিনের। মাহেশের (Mahesh) রথের কথা তো আমরা সবাই জানি। বাংলার বিভিন্ন প্রান্তের পারিবারিক রথযাত্রার ইতিহাসও বেশ প্রাচীন। তাঁদের সবাই যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে আসীন করে রথ টানেন, এমনটা নয়। অনেকেই পারিবারিক কুলদেবতাকে রথে বসিয়ে রশিতে টান দেন। তবে কলকাতার (Kolkata) বিভিন্ন বনেদি বাড়িগুলিতে রথের দিন দুর্গার কাঠামো পুজো করার রীতি রয়েছে। রথের দিন সকালে নির্দিষ্ট মাপের গরান কাঠকে হলুদ জলে স্নান করিয়ে তাতে সিঁদুর লেপে দেওয়া হয়। তারপর দুর্গাবেদীর ওপর তাঁকে স্থাপন করে পুজো করা হয়। পুজো, ভোগ নিবেদন ও আরতির মাধ্যমে সূচনা হয় দুর্গাপুজোর। এরপর থেকেই কুমোরের হাতে মৃন্ময়ী মূর্তি গড়ার কাজ শুরু হয়ে যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram