Reporter Stories: বিজেপির ভারতমাতা পুজোকে কেন্দ্র করে হাওড়ায় ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, আটক বেশ কয়েকজন
Continues below advertisement
প্রজাতন্ত্র দিবসে বিজেপির ভারতমাতা পুজোকে কেন্দ্র করে হাওড়ায় ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন বিজেপি কর্মী। বিজেপির দাবি, প্রজাতন্ত্র দিবসে হাওড়ায় থানাগুলির সামনে ভারতমাতার পুজো করার জন্য তারা পুলিশের কাছে অনুমতি চায়। পুলিশ অনুমতি না দেওয়ায়, আজ গোলাবাড়ি থানার সামনে ভারতমাতার ছবি, পুজোর উপকরণ নিয়ে হাজির হন বিজেপি কর্মীরা। ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিংহ। তাঁর অভিযোগ, পুলিশি অনুমতি তো মেলেইনি, উল্টে প্রতিমা শিল্পীদেরও বাধা দেওয়া হয়। যদিও রাজ্যের সমবায়মন্ত্রী তথা হাওড়া জেলা সদরের সভাপতি অরূপ রায়ের দাবি, ভারতমাতার পুজোর নাম করে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। থানার সামনে বেআইনি জমায়েত ও অশান্তি পাকানোর অভিযোগে ১৫ জন বিজেপি কর্মীকে আটক করেছে গোলাবাড়ি থানার পুলিশ।
Continues below advertisement