Reporter Stories: এবিপি আনন্দর খবরের জের, জলপাইগুড়িতে নদীর একাংশ ভরাট করে স্কুল তৈরির অভিযোগ নিয়ে নড়েচড়ে বসল প্রশাসন

Continues below advertisement
এবিপি আনন্দর খবরের জের। জলপাইগুড়ির ধূপগুড়ি পুর এলাকায় জমির চরিত্র বদলে, নদীর একাংশ ভরাট করে ইংরেজি মাধ্যম স্কুল তৈরির অভিযোগ নিয়ে এবার নড়েচড়ে বসল প্রশাসন। গতকাল ঘটনাস্থল পরিদর্শন যান ভূমি  ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক প্রসেনজিৎ ভট্টাচার্য ও ধূপগুড়ি থানার আইসি। জমি সংক্রান্ত নথি জমা নেওয়া হয়। অভিযোগের সত্যতা প্রমাণ হলে, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। জমির চরিত্র বদলে, কুমলাই নদীর একাংশ ভরাট করে ইংরেজি মাধ্যম স্কুল তৈরির অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ দে-র বিরুদ্ধে। এই খবর ২২ অক্টোবর, এবিপি আনন্দে সম্প্রচারিত হয়
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram