বর্ধমানে স্টেশন দুর্ঘটনায় 'রেলের গাফিলতি' কে দোষারোপ করলেন স্বপন দেবনাথ, কেন্দ্রীয় তদন্তের আশ্বাস বাবুল সুপ্রিয়র

Continues below advertisement
বর্ধমান স্টেশন দুর্ঘটনায় ১ জনের মৃত্যু। আহত আরও ১। গতকাল রাত সোয়া ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। ওই সময় স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন বহু মানুষ। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ভিড় ছিল। মূল প্রবেশ পথের একাংশ ভেঙে পড়ে ২ জন আহত হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। গভীর রাতে অজ্ঞাতপরিচয় বছর পঁয়ত্রিশের ওই যুবকের মৃত্যু হয়। আহত হপনা টুডু ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা। দুর্ঘটনার জেরে বর্ধমান জংশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে যান হাওড়ার ডিআরএম। বিপর্যয়ের তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের কথা ঘোষণা করেছে রেল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram