Sukanta Majumdar : দিল্লির ভারত মণ্ডপমে সুকান্তর র‍্যাম্প ওয়াক।সঙ্গী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Continues below advertisement

ABP Ananda Live: ক্লাসে ছাত্রদের পড়াতেন, সেখান থেকে সোজা চলে গেছেন সংসদে। এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সেই সুকান্ত মজুদারকে এবার হাঁটতে দেখা গেল র‍্যাম্পেও। দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসব উপলক্ষে ফ্যাশন শোয়ে সুকান্ত মজুমদারের র‍্যাম্প ওয়াকের সঙ্গী ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

বাংলাদেশের পর সিরিয়া, এবার মধ্যপ্রাচ্যের দেশে বিদ্রোহের আগুন। তুমুল বিদ্রোহের জেরে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে ইস্তফা বাশার আল আসাদের। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিল বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার শাসক দল বার্থ পার্টির নেতা-কর্মীরা। সিরিয়ার বিভিন্ন জায়গায় সরকারি ভবনের দখল নিচ্ছে বিদ্রোহীরা। ৫০ বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের আবসান। জেল থেকে বন্দিদের মুক্তির ঘোষণা বিদ্রোহীদের 

মুর্শিদাবাদের বড়ঞায় ৫ বছরের শিশুকন্যাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে বড়ঞা থানার হাতে তুলে দেন প্রতিবেশীরা। ধৃতের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কান্দি আদালত। নির্যাতিত শিশু ভর্তি রয়েছে কান্দি মহকুমা হাসপাতালে।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram