করোনা-লকডাউন: সরকারি আশ্বাস সত্ত্বেও রসদ মজুত করতে সুপার মার্কেটে উপচে পড়া ভিড়
Continues below advertisement
সরকারের আশ্বাস সত্ত্বেও লকডাউনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে বাজারে বাজারে মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন সুপারমার্কেটের বাইরে সর্পিল লাইন। প্রত্যেকের মনেই চিন্তা, অত্যাবশ্যকীয় জিনিস ঠিকমতো পাওয়া যাবে কি না। আজ সকাল থেকে বাইপাসের ধারে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে কয়েক হাজার মানুষের ভিড়। গাড়ি পার্ক করার জায়গাও পাননি অনেকে। পাড়ার মুদির দোকানেও জিনিসপত্র ঠিকমতো মিলছে না। তাই সুপার মার্কেটগুলোতে সকাল থেকেই বাড়ছে ভিড়।
Continues below advertisement
Tags :
Markets Crowded Metro Cash And Carry Coronavirus Awareness Bengal Lockdown Coronavirus Fear Supermarket Abp Ananda Covid-19