কৃষি আইনের প্রতিবাদে বেহালায় বাইক মিছিল, বেতন নিয়ে ক্ষোভের জেরে কাজ বন্ধ ১২৮ নম্বর ওয়ার্ডের ঠিকাকর্মীদের
Continues below advertisement
বেহালায় কৃষি আইনের প্রতিবাদে বাইক মিছিল অনুষ্ঠিত হয় আজ। ১১৮ নম্বর ওয়ার্ডে এই মিছিলে অংশ নেন তারক সিংহ সহ একাধিক নেতা। ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর। বিকেল বি এল শাহ রোড থেকে মিছিল শুরু হয়। ঠাকুরপুকুর, জোঁকা হয়ে ফের বি এল শাহ রোডে ফিরে আসে এই মিছিল। বেতন নিয়ে ক্ষোভের জেরে কাজ বন্ধ করে দিলেন ঠিকাকর্মীরা। এই ঘটনায় বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন বাড়ির সামনে ও রাস্তায় আবর্জনা জমে রয়েছে। ওয়ার্ড কোঅর্ডিনেশন রত্না রায় মজুমদারের বক্তব্য ঠিকা কর্মীদের ১৮০০০ হাজার টাকা বেতন পাওয়া উচিত। কিন্তু এখন তাঁরা ৭২০০ টাকা পাচ্ছেন। বিষয়টি নিয়ে পুর কমিশনারকে চিঠি দিয়েছেন তারক সিংহ।
Continues below advertisement
Tags :
Bike Procession Agricultural Act WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Farm Bill Live News Bangla Khobor Bangla Khabar Bangla News Ajker Bangla Khabar Bengali News Live Bengali News Bangla News Live Bangla News Bangla Khabar Ajker Khobor ABP Ananda Digital ABP Ananda Bengali News ABP Ananda LIVE Behala West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee