' আমি বিজেপি না তৃণমূলে, সময় হলে ঠিক জানাব', বিতর্ক উস্কে দিয়ে মন্তব্য রাহুল সিনহার
Continues below advertisement
ফোন করেছিলেন তৃণমূলের দুই সম্মানীয় নেতা। কেন্দ্রীয় পদ হারিয়ে জল্পনা বাড়িয়ে এমনটাই দাবি বিজেপি (BJP) নেতা রাহুল সিনহার (Rahul Sinha)। যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ বলতে বেশি স্বচ্ছন্দ ওই বিজেপি নেতা। ইতিমধ্যে দলে পদ হারিয়ে একপ্রস্থ বিতর্ক উস্কে দিয়েছেন রাহুল সিনহা। কেন্দ্রীয় পদ খোয়ানোর পর ভিডিও বার্তা দিয়েছিলেন এই নেতা। তারপর দীর্ঘ নীরবতা। অবশেষে মুখ খুললেন তিনি। তিনি বলেছেন, "অবস্থা যা ছিল তাই আছে। এতদিন কাজ করলাম, এখন বিশ্রাম নিচ্ছি। তৃণমূলের সম্মানীয় নেতা যারা ফোন করেছিলেন, তাঁরা ভবিষ্যতে কী ভাবনা জানতে চেয়েছেন।" তবে বিজেপিতে থাকবেন না তৃণমূলে যাবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 'সময় হলে ঠিক জানতে পারবেন।'
Continues below advertisement