Chaos at Vidhan Sabha: 'নীতিগত বিরোধ থাকলেও, কৃষকদের পাশে দাঁড়ান', বিধানসভায় বিরোধীদের কাছে আবদেন মমতার, পাল্টা বিজেপি

Continues below advertisement
আজ বিধানসভার অধিবেশন ঘিরে ধুন্ধুমার। কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলে তাঁকে বাধা দেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যারা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা ওয়েলে নেমে বাধা দিতে থাকেন। তাঁদের দাবি, এই প্রস্তাব বিধানসভায় গ্রহণ করা যাবে না। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ এবং তাঁরা ওয়াক আউট করে বিধানসভা থেকে বেরিয়ে যান। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমরা কৃষকদের পাশে আছি। আমাদের মতে, যে বিল আনা হয়েছে তাতে কৃষকদের স্বার্থহানি হবে। ফলে এই বিলের বিরোধিতা করতে হবে।" তিনি বলেন, "কৃষকদের আন্দোলনকে অন্যায়ভাবে দমন করা হচ্ছে।" মুখ্যমন্ত্রী এদিন সমস্ত দলের বিধায়কদের কাছে দাবি জানান, যাতে নীতিগত বিরোধ থাকলেও তাঁরা সকলে যেন একসঙ্গে মিলে কৃষকদের পাশে দাঁড়ান। "কেন্দ্রীয় সরকারের আইনের এমন বিরোধিতা করা যায় না। এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। আমরা এর ধিক্কার জানাচ্ছি", পাল্টা BJP।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram