করোনা প্রতিরোধের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে কি ক্ষতি?
Continues below advertisement
ঝুপড়িতে একটা ঘরে অনেকে থাকেন। যদি কারও মধ্যে করোনার উপসর্গ দেখা যায়, তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাঁদর মাক্স পরতে হবে। খুব জরুরি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারও। জানালেন মাইক্রো বায়োলজিস্ট শেলী শর্মা গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, যে হাইড্রক্সিক্লোরোকুইনের কথা বলা হচ্ছে, তা ব্যবহার করা যেতে পারে দুক্ষেত্রে। এক, করোনা রোগীর সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের জন্য, এবং দুই, যাঁদের বাড়িতে সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের জন্য।
Continues below advertisement
Tags :
COVID-19 Precautions Dr. Shelly Sharma Ganguly Coronavirus Awarness Precautionary Measures Coronavirus Latest News Abp Ananda Covid-19