করোনা মোকাবিলায় আর্থিক প্যাকেজ: কেন্দ্রের পদক্ষেপের প্রশংসায় চিকিৎসক অভিজিৎ চৌধুরী
Continues below advertisement
করোনা মোকাবিলায় ১,৭২,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, সাধুবাদ বিশেষজ্ঞদের | প্যাকেজে চিকিৎসক-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখ টাকা বিমা ঘোষণা করল সরকার। ৮০ কোটি গরিবের জন্য 'প্রধানমন্ত্রী অন্ন যোজনা'-র আওতায় আগামী তিন মাস বিনামূল্যে চাল বা গম দেওয়া হবে। আগে যে পাঁচ কেজি দেওয়া হত। তাও দেওয়া হবে। একইসঙ্গে এক কেজি ডাল দেওয়া হবে। নিজেদের পছন্দ অনুযায়ী ডাল পাওয়া যাবে। ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২ হাজার টাকা। ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা বাড়িয়ে করা হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক। ডাক্তার অভিজিৎ চৌধুরীর মতে, প্রশংসনীয় উদ্যোগ তবে বিতরণের ক্ষেত্রে যাতে মানুষ বঞ্চিত না হয় সেই দিকে সরকারকে নজর রাখতে হবে।
Continues below advertisement
Tags :
Package For Corona Finance Minister Nirmalaa Sitaraman Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown