প্রাক্তন সাংসদ ও শিক্ষাবিদ কৃষ্ণা বসুর জীবনাবসান

Continues below advertisement
প্রয়াত প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু। আজ সকালে মেডিকা হাসপাতালে মৃত্যু। যাদবপুরে তৃণমূলের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু ছিলেন একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিক। ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্ম কৃষ্ণা বসুর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর হন তিনি। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন কলকাতার সিটি কলেজে। সেই কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন তিনি। প্রায় ৪০ বছর ধরে অধ্যাপনা করেন কৃষ্ণা বসু। পাশাপাশি, লখনউয়ের ভাতখণ্ড সঙ্গীত ইনস্টিটিউট থেকে সঙ্গীত-বিশারদ ডিগ্রি লাভ করেন। প্রথমবার সাংসদ হিসাবে নির্বাচিত হন একাদশতম লোকসভায়। তারপরেও পরপর দুবার লোকসভায় নির্বাচিত হন তিনি। গত চার-পাঁচ দিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে নিয়ে আস হয় তাঁকে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram