ইস্ট-ওয়েস্ট মেট্রো: স্ট্র্যান্ড রোডের নীচে তৈরি ভারতের গভীরতম ভার্টিক্যাল শ্যাফট, ঠিক কী কারণে, দেখে নেওয়া যাক
Continues below advertisement
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে আরও এক ধাপ। গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাওযার জন্য টানেল তৈরি হয়েছিল আগেই। আর এবার স্ট্র্যান্ড রোডের নীচে দেশের মধ্যে গভীরতম ভেন্টিলেশন শ্যাফট বা ভার্টিক্যাল শ্যাফট তৈরি হল। কিন্তু, মাটির নীচে ঠিক কী কারণে ১৫ তলা বাড়ির সমান এই শ্যাফট তৈরি তৈরি করা হয়েছে? দেখে নেওয়া যাক।
Continues below advertisement
Tags :
East West Metro In Kolkata Vertical Shaft Deepest Ventilation Shaft ABP News Live Bengali ABP Ananda LIVE East West Metro Abp Ananda