এবার কলকাতার মাটির নীচে নিকাশি ব্যবস্থার মানচিত্র তৈরির সিদ্ধান্ত পুরসভার
Continues below advertisement
কলকাতায় নিকাশিব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার শহরের মাটির নীচে নিকাশি ব্যবস্থার মানচিত্র তৈরি করতে চলেছে পুরসভা। আগামী সপ্তাহেই এই নিয়ে বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগকে এই সংক্রান্ত নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।
Continues below advertisement
Tags :
KMC’s Underground Sewage Map Drainage System In Kolkata ABP News Live Bengali Kolkata Municipality Corporation ABP Ananda LIVE Abp Ananda Kmc