Kolkata Water Crisis: টালা ট্যাঙ্কের পানীয় জলের পাইপে ফাটল, উত্তর-দক্ষিণে পানীয় জল পরিষেবা বন্ধে দুর্ভোগে শহরবাসী
Continues below advertisement
টালা ট্যাঙ্কের পাইপ মেরামতি। আজ সকালের পর থেকে উত্তর ও মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ পানীয় জল সরবরাহ। দুর্ভোগের আশঙ্কা শহরবাসীর। গত রবিবার টালার কাছে নীলমণি মিত্র রো-য়ে পানীয় জলের পাইপে ফাটল ধরা পড়ে। আজ থেকে শুরু হয়েছে ফাটল মেরামতির কাজ। চলবে আগামীকাল সকাল পর্যন্ত। পুরসভা সূত্রে খবর, আজ সকালে জল সরবরাহ হলেও, দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্ক, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টি ছাড়াও সল্টলেক ও দক্ষিণ দমদম পুরসভা থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে খবর, আগামীকাল সকাল থেকে ফের পানীয় জল সরবরাহ করা হবে।
Continues below advertisement
Tags :
Water Supplu Tala Tank ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Kolkata