Majherhat Bridge: ডিসেম্বরেই চালু হতে পারে মাঝেরহাট ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে বসানো হচ্ছে কেবল

Continues below advertisement

নতুন বছরের আগেই কি খুলবে মাঝেরহাট ব্রিজ? কাটবে দুর্ভোগ? পূর্ত দফতর সূত্রে খবর, ডিসেম্বরের প্রথমার্ধেই খুলে দেওয়া হতে পারে ব্রিজ। আপাতত চলছে শেষপর্যায়ের Load Test, Cable Fixing-র কাজ। দ্বিতীয় হুগলি সেতুর (Second Hoogly Bridge) আদলে বসানো হচ্ছে কেবল। বহনক্ষমতা বাড়াতে বসানো হয়েছে এই বিশেষ কেবল। মাঝেরহাট ব্রিজের মোট ৬৫০ মিটার দৈর্ঘ্যের মধ্যে ২২৭ মিটার অংশ রয়েছে ঝুলন্ত অবস্থায়। সেই অংশটিই সবথেকে গুরুত্বপূর্ণ। কেবল-র সংকোচন, প্রসারণ নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চলছে, তাতে পাশ করলেই সবুজ সংকেত দেওয়া হবে মাঝেরহাট ব্রিজ যাত্রীদের জন্য খুলে দেওয়ায়। অপেক্ষা রেলওয়ে সেফটি কমিশনে ছাড়পত্রেরও।
২০১৮-র দুর্গাপুজোর আগে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। মৃত্যু হয়েছিল কয়েকজনের। ব্রিজ ভাঙার পরে কলকাতার দক্ষিণ প্রান্ত ও দক্ষিণ চব্বিশ পরগণার সঙ্গে মূল কলকাতার যোগাযোগ ধাক্কা খায়। দুবছর পরেও ছেদ পড়েনি যে দুর্ভোগে। ব্রিজ ভেঙে পড়ার এক বছরের মধ্যে তৈরির প্রাথমিক আশ্বাস দেওয়া হয়েেছিল। কিন্তু বারবার রেল-রাজ্য সংঘাত ও তারপর লকডাউনের জেরে ব্যাহত হয়েছিল মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram