Netaji's 125th Birth Anniversary: কলকাতার মেয়র হতে কত ভোটে জিতেছিলেন সুভাষচন্দ্র? জেনে নিন

Continues below advertisement
বিধানসভা ভোট নিয়ে এখন চারদিকে শোরগোল। সুভাষ চন্দ্র বসু কলকাতার মেয়র হওয়ার সময়ে কত ভোট পেয়েছিলেন জানেন? পুরসভার নথি বলছে, সুভাষ চন্দ্র ২৪ ভোটে পরাজিত করেছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থীকে। সুভাষের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৪৪। Bengal Municipal Amendment Act, 1923 অনুযায়ী, চিত্তরঞ্জন দাস কলকাতা পুরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। সেবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র (Subhas Chandra Bose)।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram