New Year 2021 Celebration: অতিমারীর বছরের শেষদিন আজ, নিয়ন্ত্রিত উচ্ছ্বাসের পরামর্শ প্রশাসনের, শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের কড়া নজরদারি

Continues below advertisement
কুড়ি-কে বিদায় জানিয়ে একুশকে স্বাগত জানাতে তৈরি কলকাতা। সকাল থেকেই শীতের রোদ্দুর গায়ে মেখে উত্‍সবের মেজাজ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ইকো পার্কের মতো জায়গায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পায়ে পায়ে ভিড় বাড়তে শুরু করে। রাতের শহরে ভিড় বাড়ছে অবশ্যই পার্ক স্ট্রিটে। তার জন্য নিরাপত্তা ও নজরদারির প্রস্তুতিও চূড়ান্ত।
অতিমারীর বছরের শেষদিন আজ। রাত পোহালেই একুশের সকাল। নিয়ন্ত্রিত উচ্ছ্বাসের পরামর্শ প্রশাসনের। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের কড়া নজরদারি।
ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, পার্কস্ট্রিট থেকে নিউমার্কেট, বছরের শেষ দিনে, শহরজুড়ে পুলিশের সচেতনতাপ্রচার। মাস্কবিহীন কাউকে দেখলেই, নিজে হাতে মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশকর্মীরা। কোথাও কোথাও দিচ্ছেন স্যানিটাইজার। সেই সঙ্গে বারবার মনে করিয়ে দিচ্ছেন, করোনাকালে কোনওভাবেই ভিড় করা যাবে না। ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, সর্বত্র পুলিশের নজরদারির ছবি দেখা যায়। বিগত বছরগুলোয় এই দিনটা মানেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস, লাগামছাড়া আবেগ৷ সংক্রমণ-কালে, উৎসবে ভিড়ে রাশ টানতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়ন্ত্রিত উচ্ছ্বাসের পরামর্শ দিয়েছে প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে বর্ষবরণের ভিড় এড়ানোর পরামর্শ দিয়ে বুধবারই নির্দেশিকা পাঠানো হয়। ভিড় রুখতে বিশেষভাবে সতর্ক পুলিশও। কলকাতার কোণায় কোণায় চলছে নজরদারি। লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট ও ময়দান এলাকার ওপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। পার্ক স্ট্রিট এলাকায় নজরদারির জন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। গোয়েন্দা প্রধানের নেতৃত্বে পার্কস্ট্রিটকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। নিউমার্কেট চত্বরে পুলিশ প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হয়। এছাড়াও দিনভর নজরদারি চলছে শহরের বিনোদন পার্কগুলিতে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram