ধরমবীর ভারতীর অন্ধযুগ নাটকের মাধ্যমে বর্তমান সময়কে তুলে ধরছেন পৌলমী চট্টোপাধ্যায়

Continues below advertisement
প্রেক্ষাগৃহের অন্ধকারে বসে যুগের অন্ধত্বকে প্রত্যক্ষ করা! মহাভারতের কাহিনি অবলম্বনে ধরমবীর ভারতীর অন্ধযুগ নাটকটি সেই অভিজ্ঞতার সামনেই দাঁড় করিয়ে দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিন থেকে এ নাটকের শুরু।  আর শেষ কৃষ্ণের মৃত্যুতে।  যুদ্ধে যে কারও জয় বা পরাজয় হয় না, বরং সভ্যতা, মনুষ্যত্বের বিনাশ হয়, এই জরুরি কথাটাই তুলে ধরে অন্ধযুগ। নির্দেশক পৌলমী চট্টোপাধ্যায়, ভারতের বর্তমান রাজনৈতিক পরিসরে, বিদ্বেষ, হিংসার এক অন্ধ সময়ে মঞ্চস্থ করার জন্য বেছে নিয়েছেন অন্ধযুগ-কে। তাঁর নির্দেশায় অতীত উঁকি দিয়ে যায় বর্তমানে।
পৌলমী নিজেও এই নাটকে গান্ধারীর ভূমিকায় অভিনয় করেছেন। অশ্বথামার ভূমিকায় দেবশঙ্কর হালদার। ধৃতরাষ্ট্রের ভূমিকায় রজত গঙ্গোপাধ্যায়। অন্ধকারকে চিনে নিতে আলো দেখায় অন্ধযুগ।  ১৯৫৪ সালে লেখা ওই নাটক আজও এতটাই প্রাসঙ্গিক। অ্যাকাডেমিতে শনিবার এই নাটকের দ্বিতীয় অভিনয় হল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram