প্রেসিডেন্সিতে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ, আটক উপাচার্য, রেজিস্ট্রার সহ অধ্যাপকরা

Continues below advertisement

ফের ঘেরাও আন্দোলন ক্যাম্পাসে। সোমবার দুপুর থেকে নিজের ঘরে আটকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ অধ্যাপকরা। গতকাল দুপুর ২ট থেকে উপাচার্যর ঘরের বাইরে অবস্থান শুরু করেন প্রেসিডেন্সির পড়ুয়া এবং হিন্দু হস্টলের আবাসিকরা। সরস্বতী পুজোর দিন কেন ছাত্রীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না? কেন হস্টেলের রান্নাঘরের কর্মীদের বদলি করা হল? উপাচার্যর কাছে তার সদুত্তর চেয়ে এই অবস্থান বিক্ষোভ। পড়ুয়াদের অভিযোগ, কর্মীর অভাবে হস্টেলের রান্না বন্ধ। এই পরিস্থিতিতে সুবিচার চেয়ে উপাচার্যর দ্বারস্থ তাঁরা। উপাচার্য কোনও মন্তব্য করতে চাননি। অবশ্য মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। কেন বার বার আন্দোলন- প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram