পুজোর আগেই মাঝেরহাট ব্রিজ চালুর ভাবনা রাজ্যের, কাজ চলছে জোরকদমে
Continues below advertisement
পুজোর আগেই মাঝেরহাট ব্রিজ চালু করার চেষ্টা। শুরু কেবল লাগানোর কাজ। দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হবে মাঝের হাটের নতুন এই সেতু। বিদেশ থেকে আনা হয়েছে কেবল। ৮৪ টি কেবল লাগানো হবে। ইতিমধ্যেই ২১ টি কেবল লাগানো হয়েছে। পাশাপাশি ক্র্যাশ ডিভাইডার তৈরির কাজও চলছে। কেবল লাগানো সম্পূর্ণ হলেই তৈরি হবে পিচের রাস্তা। এরপরই শুরু হবে যান চলাচল। পূর্ত দফতরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই ব্রিজ।
Continues below advertisement
Tags :
Second Hooghly Bridge PWD Department Majherhat Bridge ABP Ananda LIVE Abp Ananda Kolkata Durga Puja 2020