Saltlake skeleton case: জীবন্ত পোড়ানো হয়েছিল অর্জুনকে, সল্টলেক কঙ্কালকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement
সল্টলেকে কঙ্কালকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয় অর্জুনকে (Arjun Mahensariya)। তাঁর মৃত্যুর কারণ বার্ন ইনজুরি। সেই সঙ্গে ওই ঘটনায় মৃতের বোনকে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা পুলিশ। গত ১০ ডিসেম্বর সল্টলেকের ২২৬ নম্বর এজে ব্লকের বাড়ি থেকে উদ্ধার হয় বড় ছেলে অর্জুনের পোড়া কঙ্কাল। খুনের অভিযোগে মৃতের মা গীতা এবং ছোট ভাইকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত নভেম্বর মাসে খুন করা হয় অর্জুনকে। ঘটনার দিন তাঁকে মাথায় আঘাত করে অচৈতন্য করা হয়ে থাকতে পারে। গায়ে আগুন দেওয়ার সময় বেঁচে ছিলেন অর্জুন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram