শর্বরী দত্ত রঙিন ধুতিকে ফ্যাশন ট্রেন্ড করেছিলেন, গুণমুগ্ধ ছিলেন সচিন-কপিল থেকে ইমরানও

Continues below advertisement

ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর গুণমুগ্ধর তালিকা ছিল ঈর্ষণীয়। সচিন তেন্ডুলকর, কপিল দেব, সুনীল গাওস্কর থেকে ইমরান খান, শোয়েব আখতার--- কে ছিলেন না সেই তালিকায়? আজ যে রঙিন ধুতি ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে, তার শুরুটা করেছিলেন শর্বরী দত্তই।

বাড়ির বাথরুমে গোটা একটা দিন পড়ে ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাতে জানা যায় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর অস্বাভাবিক মৃত্যুর খবর। এই খবরে শোকস্তব্ধ অনেকে।

শর্বরী দত্ত স্রেফ ফ্যাশন ডিজাইনার ছিলেন না। তিনি ছিলেন শিল্পী। তাঁর সৃষ্টি ছিল আর্টওয়ার্ক।
শর্বরী দত্ত যে সময়ে পুরুষদের পোশাক ডিজাইন শুরু করেন, তখন ছেলেদের ফ্যাশন নিয়ে সেভাবে কেউ মাথাই ঘামাতেন না। নয়ের দশকে ফ্যাশন ডিজাইনিং মানেই ছিল মহিলাদের জন্য পোশাক। ফ্যাশন শো মানেই ছিল সুন্দরীদের র‍্যাম্পওয়াক। এই জায়গায় স্রোতের বিরুদ্ধে হাঁটার সাহস দেখিয়েছিলেন শর্বরী দত্ত। মহিলা ফ্যাশন ডিজাইনার হয়েও, শুধুমাত্র পুরুষদের জন্যই ডিজাইনার পোশাক তৈরি করে, শর্বরী দত্ত কার্যত একটা বিপ্লব শুরু করেছিলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram