শারদ আনন্দ ২০২০: ঐতিহ্য আর আভিজাত্যে ইতিহাস বয়ে চলছে শোভাবাজার রাজবাড়ির পুজো পদ্ধতি
Continues below advertisement
আজ মহাঅষ্টমী। ১০৮ পদ্ম এবং প্রদীপ নিয়ে দেবী দুর্গার আরাধনা। ৮ থেকে ৮০ পুজোয় মেতেছে সবাই। ২৬৪ তম বর্ষে পা দিল শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্যবাহী পুজো। বিধি-আচার মেনে হচ্ছে পুজো। ইতিমধ্যেই সকালে সন্ধিপুজো হয়ে গিয়েছে। দেবীকে পরানো হয়েছে ১০৮ পদ্মের মালা। সন্ধ্যায় ভোগ দেওয়া হবে মাকে। অন্যদিকে শারীরিক দূরত্ব বিধি মেনে মণ্ডপে মণ্ডপে জোর হাতে অঞ্জলি দিয়েছেন বাঙালি। নিউ নর্মালে একেবারে অন্যরকম ছবি। সেজে উঠেছে শহর।
Continues below advertisement
Tags :
Sovabazar Rajbari ABP Ananda LIVE Durgapuja 2020 Sharad Ananda 2020 Abp Ananda Durga Puja 2020