'ওঁর আবৃত্তি রেকর্ড করে না রাখার আক্ষেপ চিরদিন থেকে যাবে', আবেগঘন 'অপু'র সহ-অভিনেতা শর্মিলা ঠাকুর

Continues below advertisement
শেষ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াই। দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার। বেলভিউ হাসপাতালে প্রয়াণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু। তাঁর দীর্ঘদিনের সহকর্মী শর্মিলা ঠাকুর জানান, "তিনি আবৃত্তি করতেন অসাধারণ। আমাদের মধ্যে থেকে যাবেন উনি। উনি শুধু অভিনয়ে নন, একাধারে আরও অন্যান্য ক্ষেত্রেও ছাপ রেখে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আক্ষেপ থেকে গেল, কেন যে ওঁর আবৃত্তিগুলো রেকর্ড করলাম না!'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram