'ছবিতে একসঙ্গে পথ চলা শুরু, শুধুই সুখস্মৃতির ভিড়', সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় লিলি চক্রবর্তী
Continues below advertisement
আমরা প্রায় একই সঙ্গে কাজ শুরু করেছি। এত সুন্দর ওঁর ব্যবহার। একসঙ্গে থিয়েটার করেছি। প্রায় সমসাময়িক অভিনেতার প্রয়াণে স্মৃতিচারণা করলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। ‘কাচ কাটা হীরে’ ছবিতে একসঙ্গে পথ চলা শুরু। একে অপরকে ভাল করে চেনা। তারপর শুধুই সুখস্মৃতির ভিড়। দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল অভিযানের সমাপ্তি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ বেলা ১২টা ১৫ নাগাদ প্রয়াত হন অভিনেতা। গতকাল রাত থেকেই অতি সঙ্কটজনক ছিলেন তিনি।
Continues below advertisement
Tags :
Lily Chakraborty Tollywood Actor Soumitra Chatterjee Death News Soumitra Chatterjee Death ABP Ananda LIVE Abp Ananda