'ক্ষুধা মানুষকে পাগল করে দেয়', অসংগঠিত শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

Continues below advertisement
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার। ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মলয় ঘটকের (Moloy Ghatak) সামনেই উত্তেজনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ছিল সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের। বৈঠকে সমাধানসূত্র না মেলায় পথ অবরোধ। অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা যোজনার খাতে যে টাকা তোলা হত, তার জন্য এই অর্গানাইজেশন কমিশন পেত। কিন্তু গত এপ্রিল মাস থেকে এই কমিশন পাওয়া বন্ধ হয়ে গেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ। এই বিষয় শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb chatterjee) বলেন, 'সাত মাস ধরে তাঁরা কমিশন পাচ্ছেন না। যে কোনও গরিব লোকের এটা খুবই দুর্ভাগ্যের। আমি বিশ্বাস করি এই আন্দোলন সঠিক। মলয়ের কাছে আমি আশা করব যাতে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বুঝিয়ে বলে এই মানুষদের জন্য যাঁরা সাত মাস ধরে একটা পয়সাও পাইনি তাঁদের যেন কিছু পাওয়ার ব্যবস্থা করে দেয়। এটা আমি বলেছিলাম। তারপর এত গন্ডোগোল কেন হল আমি জানি না। ক্ষুধা কখনও কখনও মানুষকে পাগল করে দেয়। সাত মাস ধরে কমিশন না পাওয়ার জন্যই এই বিক্ষোভ।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram