Swami Vivekananda's Birth Anniversary: স্বামীজির বাড়িতে 'ভারত মাতা কি জয়' স্লোগান ঘিরে BJP-কে কটাক্ষ শশী পাঁজার, 'রাজনীতির সঙ্গে যোগ নেই', পাল্টা শুভেন্দু

Continues below advertisement
ভোটমুখী বাংলায় স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপি ও তৃণমূলের টানাপোড়েন অব্যাহত। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ BJP-র তরফে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজীর জন্মস্থান সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, আজই যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে মিছিল। দক্ষিণে গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও যাবেন তিনি। আজ শ্রদ্ধাজ্ঞাপন করে শশী পাঁজা জানান, "শুভবুদ্ধি উদয় হোক সকলেই চাইবেন। কিন্তু এখানে প্রতিবছর আমরা আসি। নিশ্চুপে শ্রদ্ধা জানিয়ে চলে যাই। কিন্তু এবার ভারত মাতা কি জয়, রাজনৈতিক স্লোগান যা দেখলাম, তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তো মনে আসেই। প্রতি জায়গায় প্রতি স্লোগান ঠিক নয়। দরকার হলে স্বামীজির নামে জয়ধ্বনি দিন।" অন্যদিকে শুভেন্দু অধিকারী জানান, "এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আজ সাধারণ নাগরিক হিসেবে এসেছি।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram