West Bengal Elections 2021: ইলিশ উৎসব থেকে প্রোমোটিং, নানা ইস্যুতে চরমে সাধন-পরেশ কোন্দল
কেউ কারও নাম নিলেন না।
তবে কার লক্ষ্য কে, তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন দুই নেতাই। বিধানসভা ভোটের আগে যখন দলীয় কোন্দল দূর করতে তৎপর তৃণমূল, তখন আবার সামনে চলে এল সাধন পাণ্ডে বনাম পরেশ পালের আকচাআকচি!!
মানিকতলা বিধানসভার অন্তর্গত কাঁকুড়গাছির এপিসি পার্কের ইলিশ উৎসব মানেই, যাঁর নাম মনে আসে তিনি বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। এবার সেই উৎসবকে টেনে নাম না করে নিজের দলের বিধায়ককে বিঁধলেন মানিকতলার বিধায়ক ও মন্ত্রী সাধন পাণ্ডে।
রবিবার ফুলবাগানে, তৃণমূলের বিজয়া সম্মীলনীতে যোগ দেন মন্ত্রী। সেখানেই নাম না করে একের পর এক ইস্যুতে পরেশ পালকে আক্রমণ করেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন পরেশ পালও।
শুভেন্দু অধিকারী থেকে মিহির গোস্বামী--- নানারকম মন্তব্য করে ইতিমধ্যেই দলবদলের জল্পনা উস্কে দিয়েছেন দুই মন্ত্রী ও বিধায়ক। প্রত্যেককেই স্বাগত জানিয়েছে বিজেপি।
এবার সাধন পাণ্ডে ও পরেশ পালের কোন্দল দেখে, একইভাবে আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ।
২০১১ থেকে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র দখলে রেখেছে তৃণমূল। বিধায়ক পরেশ পাল। অন্যদিকে ২০০১-এর পর ২০১১ এবং ১৬-তে মানিকতলায় জয় পেয়েছে তৃণমূল। ২০১১ থেকে সেখানকার বিধায়ক সাধন পাণ্ডে।
২১-এও কি দুই কেন্দ্রে জয়ের ধারা বজায় থাকবে তৃণমূলের? মন্ত্রী-বিধায়কের কোন্দল দেখে অনেকেই তুলছেন প্রশ্নটা!!