পার্টি অফিসের দখল নিয়ে প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'! বোমাবাজির ঘটনায় উত্তপ্ত বর্ধমানের রসিকপুর

Continues below advertisement
দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বর্ধমানের রসিকপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকায় বোমাবাজি। উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনায় আটক ৭। স্থানীয় সূত্রে খবর, রসিকপুর জেলখানা মোড়ের পার্টি অফিসটি কার দখলে থাকবে, এনিয়ে দীর্ঘদিন ধরেই জেলার দুই সাধারণ সম্পাদক আব্দুল রব ও মহম্মদ আসরাফউদ্দিনের বিবাদ চলছে। আব্দুল রবের অভিযোগ, গতকাল কার্যালয় দখল করতে আসেন মহম্মদ আসরাফউদ্দিনের অনুগামীরা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। পার্টি অফিস দখলের অভিযোগ অস্বীকার করে মহম্মদ আসরাফউদ্দিনের দাবি, দখলদারিতে বাধা দেওয়া নিয়েই অশান্তির শুরু। পরে বর্ধমান থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram