Congress vs TMC Clash: জলপাইগুড়ির বানারহাটে ভোট-পরবর্তী সংঘর্ষ
জলপাইগুড়ির বানারহাটে ভোট-পরবর্তী সংঘর্ষ। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। বানারহাটের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চানাডিপা গ্রামের ঘটনা। কংগ্রেসের অভিযোগ, গতকাল তৃণমূল কর্মীরা বিজয় মিছিল থেকে ফেরার পথে, তাদের কর্মী, সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে মারধর করে। মহিলারাও রেহাই পাননি বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের দাবি, বিজয়োৎসব পালনে পিকনিক চলছিল। দোকান থেকে রান্নার উপকরণ কিনতে গিয়ে উল্টে তাদের কর্মীরাই কংগ্রেসের হাতে আক্রান্ত হন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল ও কংগ্রেস, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ জানিয়েছে।
জলপাইগুড়ির বানারহাটে ভোট পরবর্তী সন্ত্রাস
তৃণমূলের বিজয় মিছিল থেকে কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ
পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ শাসকদলের
আহত উভয়পক্ষের বেশ কয়েকজন