Cow smuggling Case: 'এনামুল-ঘনিষ্ঠ' কল্লোল গনাইকে নোটিস CBI-এর, ৮ মার্চ হাজিরার নির্দেশ

Continues below advertisement

আইপিএস অফিসার কল্লোল গনাইকে (Kallol Ganai) নোটিস পাঠানো হয়েছে। দ্বিতীয়বার নোটিস পাঠাল সিবিআই (CBI)। ৮ মার্চ হাজিরার নির্দেশ। গরুপাচার (cattle smuggling) কাণ্ডে তদন্তে বারবার তাঁর নাম উঠে এসেছে সিবিআই-এর কাছে। প্রথমবার নোটিস পাঠানো হলে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হন কল্লোল গনাই। নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান তিনি। তবে হাইকোর্টের তরফে কোন স্থগিতাদেশ না দেওয়ায় সিবিআই দ্বিতীয়বার তাঁকে নোটিস পাঠিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা এই পাচারচক্রের তদন্তে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। মুর্শিদাবাদে (Murshidabad) থাকাকালীন এনামুলের (Enamul) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনের খবর পাওয়া যাচ্ছে সিবিআইয়ের তরফে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram