Debanjan Deb Scam Case: মূর্তির ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে নাম দেবাঞ্জন দেবের, থানায় অভিযোগ নয়নার
ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccination) কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শুধু ভুয়ো আইএএস অফিসার বা ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পই নয়, পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব নাম নিয়ে প্রতারণা করেছিলেন দেবাঞ্জন দেব (Debanjan Deb)। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি কলকাতা পুরসভার ৫৩ নং ওয়ার্ডে তালতলায় (Taltala) একটি গ্রন্থাগারের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি উন্মচিত হয়। তাঁর ফলকে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষের সঙ্গেই রয়েছে দেবাঞ্জন দেবের নাম। পশ্চিমবঙ্গের যুগ্ম সচিব পরিচয়ে নেতা-মন্ত্রীর সঙ্গে একটি ফলকে নাম রয়েছে দেবাঞ্জন দেবের। খবর প্রকাশ্যে আসতেই মূর্তির ফলক থেকে দেবাঞ্জনের নাম মুছে ফেলার চেষ্টা করেছে কে বা কারা। এই খবর সম্প্রচার হওয়ার পরই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তালতলা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।