Debanjan Deb Update: 'মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা ভেবেছিলেন দেবাঞ্জন', আদালতে দেবাঞ্জনের আইনজীবী
দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে ৫টি ধারা যুক্ত করার আবেদন জানাল পুলিশ। আজ আলিপুর আদালতে ভুয়ো আমলা দেবাঞ্জন দেবও তাঁর দুই সঙ্গীকে পেশ করা হয়। দেবাঞ্জনের পুলিশি হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাই তাঁকে ফের হেফাজতে পাওয়ার জন্য আবেদন করা হয় পুলিশের তরফে। অন্যদিকে দেবাঞ্জন দেবের আইনজীবীর তরফে জানানো হয়েছে, দেবাঞ্জন অনেক আগে থেকেই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তাঁর কিছু মানসিক সমস্যা চলছিল। তাই অবিলম্বে দেবাঞ্জনকে কোনও মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখানোর জন্য আবেদন করেছেন আইনজীবী। সরকারি আইনজীবীর তরফে বলা হয়েছে, প্রায় ৭০ জন কর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের জানানো হয়নি এই ভ্যাকসিন আসলে কী। প্রসঙ্গত, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দেবাঞ্জনের সংস্থার সেকেন্ড-ইন-কম্যান্ড তথা তাঁর খুড়তুতো দাদা কাঞ্চন দেবকে।