Delhi News: দিল্লির রাজেন্দ্রনগরে UPSC-র কোচিং নিতে এসে প্রাণ গেল ৩ পড়ুয়ার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দিল্লির রাজেন্দ্রনগরে UPSC-র কোচিং নিতে এসে প্রাণ গেল ৩ পড়ুয়ার। হঠাৎ বৃষ্টিতে জলে ডুবে যায় রাজেন্দ্রনগরে ওই UPSC-র কোচিং সেন্টারের বেসমেন্ট। জলমগ্ন হয়ে পড়ে বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরি। তাতে ডুবেই মৃত্যু হয় কেরল, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশের ৩  পড়ুয়ার। কীভাবে বেসমেন্টের ১২ ফুট জলের তলায় চলে গেল? দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। বেআইনিভাবে বেসমেন্ট চত্বরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন দিল্লির মেয়র।

আদালতের নির্দেশে নিজেদের জমিতে বেআইনি পাঁচিল ভাঙার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠল গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কারু শেখের অনুগামীদের বিরুদ্ধে। তাঁর জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলেছে। এই অভিযোগে জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হন রঘুনাথগঞ্জের ওই জমি মালিক। আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই পাঁচিল ভাঙা হয়। অভিযোগ, পুলিশ ফিরে যেতেই জমি মালিকের বাড়িতে হামলা চালায় তৃণমূল উপপ্রধানের অনুগামীরা। চলে ভাঙচুর, মারধর। আক্রান্ত চারজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জনরোষের ফল, ঘটনায় তৃণমূল-যোগ অস্বীকার করেছেন উপপ্রধান। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী।  বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram