করোনা বিধি মেনেই জগদ্ধাত্রী পুজো আয়োজন করেছে চন্দননগর বড়বাজার সর্বজনীন
Continues below advertisement
কলকাতায় ঠিক যেমন ভাবে দুর্গাপুজো পালিত হয়, একই ভাবে চন্দননগরে পালিত হয় জগদ্ধাত্রী পুজো। আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী, ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বান। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো।
চন্দননগর বড়বাজার সর্বজনীনের পুজোতে ধরা পড়ল করোনা কালে একাধিক সতর্কতাবিধির উল্লেখ। দর্শনার্থী হোন বা পুষ্পাঞ্জলী দিতে আসা ভক্তরা, সকলের জন্যই রয়েছে স্যানিটাইজার। মাস্ক পড়ে থাকার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে বারবার।
ঠাকুরের পুজোর রীতিতে বিন্দুমাত্র পরিবর্তন না হলেও ব্যবস্থাপনা আমূল পাল্টে গিয়েছে বলেই জানান পুজো উদ্যোক্তরাও। দশ ফুট দূরত্ব থেকে দর্শনার্থীদের দেখতে হচ্ছে মা জগদ্ধাত্রীকে।
চন্দননগর বড়বাজার সর্বজনীনের পুজোতে ধরা পড়ল করোনা কালে একাধিক সতর্কতাবিধির উল্লেখ। দর্শনার্থী হোন বা পুষ্পাঞ্জলী দিতে আসা ভক্তরা, সকলের জন্যই রয়েছে স্যানিটাইজার। মাস্ক পড়ে থাকার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে বারবার।
ঠাকুরের পুজোর রীতিতে বিন্দুমাত্র পরিবর্তন না হলেও ব্যবস্থাপনা আমূল পাল্টে গিয়েছে বলেই জানান পুজো উদ্যোক্তরাও। দশ ফুট দূরত্ব থেকে দর্শনার্থীদের দেখতে হচ্ছে মা জগদ্ধাত্রীকে।
মাঠাকুরে
Continues below advertisement