Madan Mitra's controversial remarks on Sita: সীতাকে নিয়ে 'কুরুচিকর মন্তব্য', মদন মিত্রের বিরুদ্ধে ঝালদা থানায় অভিযোগ
Continues below advertisement
সীতা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ মদন মিত্রর বিরুদ্ধে। পুরুলিয়ার ঝালদা থানায় দায়ের হল অভিযোগ। ২৫ জানুয়ারি কাশীপুরে জনসভা করেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সেখানে তিনি সীতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ করে বিজেপি। এনিয়ে ঝালদা থানায় অভিযোগ দায়ের করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
Controversial Remarks On Sita Bengal Election ABP Ananda LIVE Madan Mitra Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021