District News: দিঘার সৈকতে পর্যটকদের ভিড়, বিধি 'ভঙ্গে' আটক, সঙ্গে অন্য় খবর
কাঁথি (Contai) কো-অপারেটিভ মামলায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) স্বস্তি। রিজার্ভ ব্যাঙ্কে নিয়মিত অডিট রিপোর্ট পাঠানো হচ্ছে। এখনই স্পেশাল অডিটের প্রয়োজন নেই। জানাল হাইকোর্ট। সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ।
সংক্রমণ কমতেই দিঘার (Digha) সৈকতে পর্যটকদের ভিড়। বারবার বলা সত্ত্বেও বালাই নেই করোনা বিধি মানার। এবার কড়া ভূমিকায় প্রশাসন। অবাধ্যদের লাগাম পড়াতে ধরপাকড়ে নেমেছে দিঘা প্রশাসন।
হাওড়ার (Howrah) ডুমুরজলার হেলিপ্যাডের ৫০০ মিটারের মধ্য়ে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়। ঝোপের মধ্যে হাড়গোড় পড়ে থাকতে দেখেন পুর কর্মীরা। কার মৃতদেহ, কীভাবে এল তদন্ত শুরু করেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ।
সেনাবাহিনীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা (Fraud Case)। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হাওড়া থেকে ধৃত রাজেশ প্রসাদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশ সূত্রে খবর, শুধু এই রাজ্যেই নয়, বিহার, উত্তরপ্রদেশেও প্রতারণার জাল বিস্তার করেছিলেন তিনি।