Suvendu Adhikari's Former Bodyguard's Death: শুভেন্দুর প্রাক্তন রক্ষীর মৃত্যু তদন্ত, শুভব্রতর সহকর্মীদের জিজ্ঞাসাবাদ

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন দেহরক্ষী শুভব্রত মুখোপাধ্যায়ের (Subhabrata Mukherjee) রহস্যমৃত্যুর ঘটনায় এবার তাঁর সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করল CID।  বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ CID-র চার সদস্যের এক তদন্তকারীদল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুক জেলা পুলিশ লাইনে পৌঁছয়। সেখানেই মৃতের ১১ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বিকেল চারটে থেকে রাত ১১টা পর্যন্ত, ৭ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। ২০১৮ সালের ১৩ অক্টোবর, সকাল সাড়ে ১০টা নাগাদ, গুলিবিদ্ধ হন রাজ্যের তত্‍কালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপি।ঠিক তার আগের দিনই একটি কর্মসূচিতে মুর্শিদাবাদ গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দেহরক্ষী হিসেবে সেখানে তাঁর সঙ্গে যান শুভব্রত ও অন্যান্যরা। পুলিশ সূত্রে খবর, ওইদিন রাতে ফিরতে দেরি হয়ে যাওয়ায়, কোলাঘাটে রাতের খাবার খেয়ে তাঁরা ব্যারাকে ফেরেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram