এক ঝলকে : খুনের মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, এফআইআরে ‘তৃণমূল-যোগ, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
টিটাগড়ের দলত্যাগী তৃণমূল নেতা তথা বিজেপির স্ট্রংম্যান মণীশ শুক্লাকে খুনের মুহূর্তের CCTV ফুটেজ। চায়ের দোকানের সামনে সহযোগীদের সঙ্গে দাঁড়িয়ে মণীশ। পাশেই তাঁর স্করপিও গাড়ি... ঠিক এই সময়ে মোটর বাইকে চেপে এসে মণীশকে লক্ষ্য করে গুলি। 

 মণীশ শুক্লাকে খুনের ঘটনায় টিটাগড় থেকে গ্রেফতার ২। মহম্মদ খুররম খান এবং গুলাব আলি শেখ।বাবার হত্যাকাণ্ডের বদলা নিতে মণীশকে খুন করে অভিযুক্ত খুররম, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি খুররমের।

২০১০ সালে টিটাগড় স্টেশন রোডের কাছে নাবালক আততায়ীর হাতে খুন হন খুররমের বাবা। জেলে বসেই খুনের ছক কষেন মণীশ। বদলা নিতেই পাল্টা খুনের ছক খুররমের, তদন্তে অনুমান পুলিশের। ধৃত দু’জনের ১৪দিনের CID হেফাজত।


অর্জুন-ঘনিষ্ঠ খুনে এফআইআরে ২ তৃণমূল নেতা। FIR কপিতে নাম রয়েছে টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাসের নাম। কোণঠাসা বিজেপি, তাই চক্রান্ত, পাল্টা দাবি তৃণমূলের।


মণীশ-খুনে তৃণমূল-যোগের অভিযোগে বিস্ফোরক অর্জুন। ফিরহাদ, ব্রাত্য, দীনেশ, মদন, নির্মল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram