Durgapur: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের 'টোপ', দুর্গাপুরে ১২ লক্ষ টাকা 'প্রতারণা'| Bangla News
লাভের আশায় চরম ক্ষতি। মিউচুয়াল ফান্ডের লাভজনক স্কিমে বিনিয়োগের টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। প্রথমে বিশ্বাস অর্জন। তারপর এক ধাক্কায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন এক মহিলা। শেষমেশ আদালতের দ্বারস্থ হন দুর্গাপুরের বাসিন্দা অনুরাধা গুপ্ত। তাঁর দাবি, ২০১৯-এ দুর্গাপুরের ৫৪ ফুটের শ্রীনগর পল্লির বাসিন্দা চন্দন ঘোষের সঙ্গে তাঁর আলাপ হয়। নিজেকে একটি বেসরকারি ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ড বিভাগের আধিকারিক পরিচয় দেন চন্দন। মহিলার অভিযোগ, লাভজনক স্কিমে বিনিয়োগের টোপ দিয়ে প্রথমে ৬ লক্ষ টাকা নেন অভিযুক্ত চন্দন ঘোষ। সেইবার লাভও হয় তাঁর। পরবর্তীকালে অন্য একটি মিউচুয়াল ফান্ডে বেশি লাভের কথা জানান অভিযুক্ত। প্রস্তাবে রাজি হন অনুরাধা গুপ্ত। ১২ লক্ষ টাকার চেক দিলে, মহিলাকে শুধু সই করতে বলা হয়। বাকি ফর্ম নিজে ফিল-আপ করলেন বলে আশ্বাস দেন অভিযুক্ত। এরপর চেকে নিজের নাম লিখে সব টাকা হাতিয়ে নেন চন্দন। এরপর থেকে আর অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।