Aryan Khan Case: আজও জামিন পেলেন না শাহরুখ-তনয়, আগামীকাল ফের শুনানি | Bangla News

Continues below advertisement

আজও জামিন পেলেন না শাহরুখ-পুত্র। জেলেই থাকতে হবে আরিয়ান খানকে। আগামীকাল দুপুর ২:৩০টেয় ফের শুনানি।

এদিকে, এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ। প্রমোদতরীতে বান্ধবীকে নিয়ে হাজির ছিল এক আন্তর্জাতিক মাদক কারবারি। পার্টিতে অস্ত্র হাতে নাচতেও দেখা যায় সেই মাদক কারবারিকে। সমীর ওয়াংখেড়ের বন্ধু সেই আন্তর্জাতিক মাদক কারবারি। বন্ধু হওয়ায় মাদক কারবারিকে গ্রেফতার করেননি সমীর। নির্দিষ্ট কয়েকজনকে ফাঁসানো হয়েছে এই মামলায়, বিস্ফোরক অভিযোগ মহারাষ্ট্রের সংখ্যালঘু মন্ত্রী নবাব মালিকের (Nawab Malik)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram