DYFI Nabanna March: যাহা নবান্ন, তাহা ছাপ্পান্ন, কটাক্ষ সুজনের

Continues below advertisement

বৃহস্পতিবার বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে দেখা গেল এমনই অভিনব ছবি। লক্ষ্য নবান্নে পৌঁছে তৃণমূল সরকারকে গোল দেওয়া। মাঠ অবশ্য ফাঁকা ছিল না। পদে পদে কড়া ডিফেন্সের মুখে পড়তে হয়েছে আন্দোলনকারীদের। কোথাও ব্যারিকেড। কোথাও জলকামান, কোথাও লাঠিচার্জ। ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ। ৬৩ জন আহত বামকর্মী ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজে। ৫ জনের গুরুতর আঘাত, অনেকের মাথা ফেটেছে। একজন বামকর্মীর চোখে আঘাত। 

সরকার ও পুলিশের তীব্র সমালোচনা করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘ছাত্র-যুবদের সেলাম। ওরা যে কথা বলেছিল, যাহা নবান্ন, তাহা ছাপ্পান্ন। সে কথা আজ পরিষ্কার হয়ে গেল। দিল্লিতে ট্রেঞ্চ খুঁজে কৃষকদের আটকাতে হয়। কলকাতায় রাস্তা খুঁড়ে ব্যারিকেড তৈরি করে পুলিশকে ছাত্রদের মোকাবিলা করতে হচ্ছে। এর চেয়ে লজ্জা পুলিশের কাছে আর কিছু হতে পারে না।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram