এক ঝলকে: বোলপুরে বাংলা দখলের ডাক অমিতের, পাল্টা বঙ্গধ্বনি যাত্রায় তৃণমূল
বোলপুরে রোড শো থেকে বাংলা দখলের ডাক অমিত শাহর (Amit Shah)। মোদির (Narendra Modi) প্রতি বিশ্বাস আর মমতার (Mamata Banerjee) প্রতি রাগের প্রকাশ জনতার, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসেছে, দাবি অনুব্রতর (Anubrata Mondal)। বোলপুরে পথে নামল তৃণমূলও, পাড়ায় পাড়ায় হল বঙ্গধ্বনি যাত্রা, নেতৃত্বে অনুব্রত মন্ডল। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে শুভেন্দুর বাড়িতে সিআরপিএফ আধিকারিক, কথা বললেন পরিবারের সঙ্গে। শুভেন্দুর (Suvendu Adhikari) বিজেপিতে যোগ দেওয়ার পরদিনই তৃণমূলে ফিরলেন অধিকারী পরিবারের ঘনিষ্ঠ মামুদ হোসেন। আগামী দিনে বোঝা যাবে কে কীসে উঠেছে, শুভেন্দুর প্যারাশুট মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ মন্ত্রী পূর্ণেন্দু বসুর। গড়বেতায় ছেঁড়া হল শুভেন্দু অধিকারীর পোস্টার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেমারিতে পুকুর থেকে উদ্ধার মোহনবাগান জুনিয়র টিমের প্রাক্তন ফুটবলারের মৃতদেহ। অশোকনগরে তেল প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার টিম পিকের বিরুদ্ধে সরব কোচবিহার পুরসভার প্রশাসক। বিনয় তামাংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিমল গুরুঙ্গ। পাহাড়ে ফিরতে দেব না, গুরুঙ্গকে আক্রমণ বিনয়ের।