ফটাফট: 'জিতলেও শুভেন্দু, মুকুলকে মুখ্যমন্ত্রী করবে না BJP', অমিত শাহের 'ভূমিপুত্র' তত্ত্বের পাল্টা সৌগত রায় ও সঙ্গে অন্য খবর
দিল্লি থেকে এসে কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবেন না, মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই, বোলপুরে সাংবাদিক বৈঠকে বললেন অমিত শাহ (Amit Shah)। জিতলেও শুভেন্দু, মুকুলকে মুখ্যমন্ত্রী করবে না বিজেপি, অমিত শাহের মন্তব্যের পাল্টা মন্তব্য সৌগত রায়ের। বোলপুরে রোড শো অমিত শাহের। ঐতিহাসিক রোড শো, মোদির প্রতি আস্থা, মমতার ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ, তৃণমূলকে উৎখাতের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister)। রোড শো হওয়ার পর অমিত শাহের মুখে ভাইপো প্রসঙ্গ, দিলেন পরিবর্তনের ডাক।
নাড্ডার কনভয়ে হামলা গণতন্ত্রের ওপর হামলা, হিংসার জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে দেব, বললেন অমিত শাহ। রাজ্য ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার হয়েছে, আর কী চাই?, পাল্টা তৃণমূল।
শুভেন্দু অধিকারী বড় নেতা, ফের শুভেন্দুর প্রশংসায় অমিত শাহ। পুলিশ অফিসারদের বদলি নিয়ে রাজ্যের অধিকারে নির্লজ্জভাবে নাক গলাচ্ছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালীন ট্যুইট মমতার। নবান্ন দখলের লক্ষ্যে বিশেষ দল গঠন করেছে বিজেপি। ৮ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ভিনরাজ্যের মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ৪২টি লোকসভা কেন্দ্রে।
করোনার জন্যই আটকে আছে CAA, টিকাকরণ শুরু হওয়ার পর এনিয়ে ভাবব, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চালু না হলে খারাপ প্রভাব পড়তে পারে, বললেন শান্তনু ঠাকুর। প্রোমোটিং বিবাদে রাজাবাজার এলাকায় ধুন্ধুমার। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৪০ জনের, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৯৭৮ জন।