এক ঝলকে: কাঁথিতে Suvendu-র সভা থেকে ফেরার পথে 'আক্রান্ত' BJP কর্মী, চাকদায় বিজেপি নেতার 'হাত কাটল' TMC
Continues below advertisement
রবিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার পরেই তৃণমূলের বিরুদ্ধে কর্মীদের উপর মারধর ও বাস ভাংচুরের অভিযোগ করেছে বিজেপি। প্রতিবাদে তৃণমূলের (TMC) পতাকা ও ব্যানার ছিঁড়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নদিয়ার চাকদায় বিজেপি নেতার হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে শিমুরালি বাজারে পথ অবরোধ করে বিজেপি (BJP)। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল পুর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নদিয়ার রানাঘাটের একাধিক জায়গায় টাঙানো হল ফ্লেক্স । বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে লড়বে মিম (MIM)। গতকাল সভার পর জানিয়ে দিলেন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি। বিজেপির বি টিম বলে কটাক্ষ তৃণমূলের। ১৭ জন সাংসদ বিজেপিতে যোগ দেবেন, দাবি বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের।
Continues below advertisement
Tags :
Bengal Political News Road Block Kanthi Suvendu Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda TMC BJP